নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদের সব খুটি নাটি কেমন লাভ হয় জানুন !
নগদ একাউন্ট দেখার নিয়ম ও নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম সহ নগদ একাউন্ট দেখার কোড এবং নগদে কেমন লাভ হবে বা ক্ষতি হবে জানতে বিস্তারিত পড়ুন !
আসসালামু-আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। এই পোষ্টের মধ্যে আমি আপনাদের সাথে নগদ নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব।
![]() |
নগদ একাউন্ট দেখার নিয়ম |
বর্তমান সময় টাকা-পয়সার লেনদেন করার সবচেয়ে সহজ এবং ইজি মাধ্যম হচ্ছে নগদ। আপনার হয়তো এই নগদ একাউন্ট এর অনেক কিছুই জানেন না তাই এই পোস্টে আমি আপনাদের সাথে নগদ একাউন্ট নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করব।
নগদে টাকা পয়সা লেনদেন করা যায় একেবারে কম রেটে। যেখানে অন্যদিকে বিকাশ- রকেটের মতো কোম্পানিগুলো পিছনে ফেলে দিয়েছে নগদ এই সাশ্রয়ী রেটের কারণে। আবার অন্যদিকে নগদ একাউন্ট খোলাও খুব সহজ। কিছু স্টেপ গ্রহণ করেই আপনি খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলে ফেলতে পারবেন।
এই পোস্টে নগদ একাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে নগদ একাউন্ট দেখতে হবে, নগদ একাউন্ট টাকা রাখলে কেমন ইন্টারেস্ট পাবেন অর্থাৎ আপনার কেমন লাভ হবে। থাকছে আরো অনেক কিছু!
কি কি থাকছে এই পোস্টে !
আপনি চাইলে নিচ থেকে যে কোন একটি টপিকঃ ক্লিক করে পড়তে পারবেন!
Contents
- নগদ একাউন্ট দেখার নিয়ম!
- নগদ একাউন্ট খোলার নিয়ম !
- how to check nagad account !
- নগদ একাউন্ট দেখার কোড !
- নগদ একাউন্টের সুবিধান কেমন!
- নগদ কল সেন্টার নাম্বার !
- নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম !
- নগদের কি কি সেবা পাবেন
- নগদ একাউন্টের অফার দেখে নিন!
- নগদ মোবাইল ব্যাংকিং চার্জ !
- নগদ মোবাইল ব্যাংকিং ইন্টারেস্ট !
1. নগদ একাউন্ট দেখার নিয়ম !
আমাদের এই পোস্টের মূল টপিক হচ্ছে নগদ একাউন্ট দেখার নিয়ম অর্থাৎ কিভাবে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা আপনার হাতে থাকা নরমাল মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনি নগদ একাউন্ট দেখবেন!
আমরা সবাই জানি বিকাশ এবং রকেটের একাউন্ট এর দুইভাবে টাকা চেক করা যায় অর্থাৎ বিকাশ এবং রকেট অ্যাকাউন্ট দুই ভাবে চেক করা যায়। ঠিক নগদ একাউন্টও আপনি দুই ভাবে দেখতে পারবেন।
নগদ একাউন্ট দুই ভাবে দেখা যায়।
- নগদ এর যে অফিশিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সে অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি নগদ একাউন্ট দেখতে পারবেন।
- অপরদিকে আপনার যদি এন্ড্রয়েড মোবাইল না থাকে সেই ক্ষেত্রে আপনি ডায়াল করেও নগদ একাউন্ট দেখতে পারবেন।
যেহেতু নগদ বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী রেটে টাকা-পয়সার লেনদেন করে থাকে সেহেতু আপনারা নগদ ব্যবহার করে দেখতে পারেন। কারন আমি নিজেও একজন নগদ ব্যবহারকারী।
এদের অফিশিয়াল অ্যাপ্লিকেশন এর মধ্যে রয়েছে দারুন দারুন সব অফার। আপনি যদি নগদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কত চমৎকার করে এই অ্যাপ্লিকেশনটি কে তৈরি করা হয়েছে।
আবার নগদ অ্যাপ এর মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা খুব সহজ। তাই আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে এখনি ডাউনলোড করে নিন নগদ এর অফিশিয়াল অ্যাপ্লিকেশন। আপনিও হয়ে জান নগদের একজন সদস্য ।
বাংলাদেশের নগদ একাউন্ট ব্যবহারকারী দিন দিন বেড়েই চলেছে। এইতো কিছু বছর আগেও বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা-পয়সার লেনদেন করতে হলে সশরীরে গিয়ে করতে হতো। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ডাক বিভাগ এত উন্নত হয়েছে যে নগদ এর মত পরিষেবা আমাদের কাছে নিয়ে এসেছে।
ডাক বিভাগের এই ডিজিটাল সেবাটি চালু করা হয়েছিল 2019 সালের 26 শে মার্চে। আস্তে আস্তে পুরো বাংলাদেশে ছড়িয়ে যেতে থাকে। 2021 সালে এসে নগদ বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সার্ভিস দিচ্ছে।
আশা করবো নগদের এই ডিজিটাল পরিষেবাটি দীর্ঘস্থায়ী হবে। টাকা পয়সা লেনদেন করা আরও সহজ করে তুলবে। যদিওকিছুটা ফলাফল এখনো পারছি যেমন বিকাস রকেটে টাকা পয়সা লেনদেন করতে গেলে আমাদের অনেক টাকা বেশি খরচ হয়ে যায়। আর অন্যদিকে আমরা যদি সেই টাকাটাই নগদ এর মাধ্যমে লেনদেন করি তাহলে অনেক খরচ কম আসবে।
নগদ একাউন্ট নিয়ে বিস্তারিত আরো জানতে এই পোস্টটি সম্পূর্ণ শেষ করুন।
2. নগদ একাউন্ট খোলার নিয়ম !
এখন তাহলে চলুন জেনে নেই কিভাবে একটি নগদ একাউন্ট খুলতে হয়!
সম্মানিত পাঠক পাঠিকাগণ নগদ একাউন্ট খোলা একেবারেই সহজ।নিচের কিছু ধাপ আপনি অনুসরণ করলে খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলে ফেলতে পারবেন।
- সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনটির ডায়াল প্যাডে চলে যাবেন সেখানে গিয়ে ডায়াল করবেন *167# ।
- এইভাবে নগদ একাউন্ট সিকিউর করার জন্য আপনার কাছ থেকে চার ডিজিটের একটি পিন নাম্বার চাইবে। আপনি চার ডিজিটের একটি পিন নাম্বার দিবেন।
- এই ধাপে আপনি প্রথমে যে পিন নাম্বার টি ব্যবহার করেছেন অর্থাৎ 4 ডিজিটের পিন নাম্বার টা একবার দিয়েছেন পিন নাম্বারটি পুনরায় আবার দিবেন।
- এরপরে নগদ একাউন্ট থেকে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে।
- এরপর থেকে আপনি প্রতিবারই আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করবেন*167# তারপরে আপনার যে সার্ভিসটি প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন।
3. how to check nagad account !
go *167# next you can all setting
4. নগদ একাউন্ট দেখার কোড !
আপনি যদি মেনুয়ালি নগদ একাউন্ট দেখতে চান সেই ক্ষেত্রে আপনি ডায়াল প্যাড এ গিয়ে লিখবেন *167#
![]() |
নগদ একাউন্ট দেখার কোড ! |
আপনি খুব সহজে এই কোডটি ডায়াল করেই নগদ একাউন্ট এর যত অপশন রয়েছে সবগুলোকে কন্ট্রোল করতে পারবেন।
নগদ একাউন্ট জন্য উপরের কোড টি কে ডায়াল করলে আপনি বিভিন্ন রকমের অপশন পাবেন।ঢোকার পর আপনার যে সার্ভিসটি প্রয়োজন সেই সার্ভিসটি এখান থেকে গ্রহণ করতে পারবেন।
নগদ একাউন্ট এর বিভিন্ন রকমের সার্ভিস রয়েছে। যেমন ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন বিল পে করার মত জনপ্রিয় সব সার্ভিস যেগুলো কিনা বিকাশ রকেট দিয়েছিল এতদিন আমাদেরকে ঠিক একই সার্ভিস নগদ আমাদেরকে দিয়েছে সাশ্রয়ী খরচে।
5. নগদ একাউন্টের সুবিধা কেমন !
বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে নগদ তাদের সার্ভিস কে করে দিয়েছে একদম সহজ ও সাশ্রয়ী।নগদ ব্যবহার করে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি যেকোন ধরনের বিল পেমেন্ট করতে পারবেন সম্পূর্ন বিনামূল্যে এছাড়াও মোবাইলের উপরে থাকছে বিভিন্ন অফার আপনি যদি নগতে টাকা পয়সা জমানোর চিন্তা করেন সে ক্ষেত্রে আপনার টাকার ইন্টারেস্ট দেওয়া হবে দিগুন।
আর আপনি যদি নগর অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বিভিন্ন কেনাকাটা করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছেই।আর আপনি যদি নগতে বেশি বেশি লেনদেন করেন সেই ক্ষেত্রে বিভিন্ন অফার ও ডিসকাউন্ট পেয়ে যাবেন নগর থেকে।
নগদে সাধারণত বিকাশ এবং রকেট থেকে বেশি লাভ হয়ে থাকে। যেখানে বিকাশে আমরা টাকাপয়সা লেনদেন করতে গেলে প্রতি হাজারে 25 টাকা করে দিতে হয় সেখানে নগদে মাত্র 9 টাকায় আপনি প্রতি.১হাজার টাকা লেনদেন করতে পারবেন। তাই এই ক্ষেত্রে বলাই যায় নগদ বিকাশ থেকে বেশি লাভবান একটি টাকা লেনদেন করার পথ।
এছাড়াও আপনি যদি নগদে টাকা জমানো সেখেত্রে অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলো থেকে আপনাকে বেশি ইন্টারেস্ট তারা দিয়ে থাকবে।আপনি যদি মনে করেন আপনার টাকা গুলো ঘরের মধ্যে না জমে নগদে জমাবেন সেক্ষেত্রে আপনি এখানে থেকেও পাবেন ইন্টারেস্ট। তাই আপনি যদি এখনও নগদ ব্যবহারকারী না হয়ে থাকেন আজি নগদ অ্যাপটি ইন্সটল করুন এবং নগদ ব্যবহার শুরু করে দিন।
যেহেতু নগদ ভালো এবং সাশ্রয়ী সার্ভিস দিয়ে থাকে তাই আমাদের উচিত এই ব্যাংকিং সেবা গ্রহণ করে তাদেরকে আরো উৎসাহিত করা এবং তারা যেন ভবিষ্যতে আমাদের জন্য আরো ভালো সহজ গেটওয়ে নিয়ে আসে অনলাইনে টাকা-পয়সার লেনদেন করার জন্য।
নগদে আরও একটি বিশেষ সুবিধা রয়েছে সেটি হচ্ছে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে খুব সহজে মোবাইল রিচার্জ নিতে পারবেন। যদি আপনি মনে করেন অন্যদেরকেও রিচার্জ করে দিবেন সেই সুযোগটি ও নগদ একাউন্ট এর মধ্যে রয়েছে। একদা যদি বলি অন্যান্য ব্যাংকিং সার্ভিস গেটের গুলো থেকে নগদ এখন সবার থেকে এগিয়ে।
6. নগদ কল সেন্টার নাম্বার !
আপনার যদি একই পিন ভিন্ন ভিন্ন দুটি নগদ একাউন্টে প্রবেশ করান বাসেট করে রাখেন সেক্ষেত্রে আপনার পিন নাম্বারটি কে নগদ কর্তৃপক্ষ রেস্ট্রিকশন দিয়ে দিবে। ধরেন আপনার 2টী নগদ একাউন্ট রয়েছে এক্ষেত্রে আপনি যদিদুইটি একাউন্ট এর মধ্যেই সেম পিন নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পিন নাম্বারটা কে রেস্ট্রিকশন করে দেয়া হবে।
নগদ একাউন্ট রেস্ট্রিকশন দেওয়ার ফলে আপনি সেই অ্যাকাউন্ট থেকে টাকাপয়সা লেনদেন করতে পারবেন না। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে পিন নাম্বার সেট করার সময় অবশ্যই দুইটি অ্যাকাউন্টটি আলাদা আলাদা পিন নাম্বার ব্যবহার করবেন। আর আপনি যদি ইতিমধ্যে এই কাজটি করে ফেলেন সে ক্ষেত্রে নগদের যে অফিশিয়াল নাম্বার রয়েছে সে নাম্বারে কল করে আপনার একাউন্টে কে রিসেট করে নেবেন।
নগদের অফিশিয়াল নাম্বারটি হল 16167 or 096 096 16167 ।এছাড়াও নগদে যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা সেখান থেকে তাদেরকে মেসেজ করতে পারবে। অথবা আপনার যদি তাদেরকে ইমেইল করতে চান ইমেইল করতে পারবেন।নগদের অফিসিয়াল ইমেইল এড্রেস info@nagad.com.bd ।
এছাড়াআপনি যদি চান তাদের অফিসিয়াল যে এড্রেস রয়েছে সেখানেও আপনি সরাসরি কাস্টমার সার্ভিস থেকে আপনার একাউন্টে ঠিক করে আনতে পারবেন ।নগদের অফিসিয়াল ঠিকানা ডেল্টা ডালিয়া টাওয়ার (লেভেল ১৩ এবং ১৪), ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা -১২১৩।
নগদ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য উপরের দেওয়া অ্যাড্রেসে অথবা নাম্বারে যোগাযোগ করতে পারবেন
7. নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম !
নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে *167# এ কোডটি ডায়াল করার পরে আপনি নগদ একাউন্টের বিভিন্ন অপশন দেখতে পারবেন। সেখান থেকে আপনি আপনার ব্যালেন্স যে অপশন রয়েছে সে অপশনের মাধ্যমে নগদ একাউন্ট দেখতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে নগদে যে অফিশিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ব্যাভার করে আপ্নরার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পারবেন।
8. নগদে কি কি সেবা পাবেন
বাংলাদেশের নগদ মোবাইল ব্যাংকিং বাংলাদেশের যতগুলো টাকা-পয়সার লেনদেন করার যতগুলো হয়েছে তার থেকে সবচেয়ে সাশ্রয়ী এবং সহজ উপায় এর নাম। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে নগদ আমাদের জন্য বিভিন্ন সার্ভিস এবং সেবা সমূহ চালু করেছে। নগদ একাউন্টের মাধ্যমে আপনি যে সেবাগুলো সাধারণত পেয়ে থাকবেন সেগুলো হলোঃ
- নগদ ব্যবহার করে আপনি টাকাপয়সা ক্যাশ ইন করতে পারবেন।
- নগদ ব্যবহার করে আপনি বিভিন্ন বিল পেমেন্ট করতে পারবেন।
- নগদ ব্যবহার করে আপনি বিভিন্ন কার্ডের থেকে নগদে টাকা আনতে পারবেন অথবা ব্যাংক থেকে আপনি নগদে টাকা আনতে পারবেন।
- এছাড়াও রয়েছে সেন্ড মানি ক্যাশ আউট এর মত জনপ্রিয় মাধ্যম।
- আপনি চাইলে নগদ এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং অন্যদেরকেও মোবাইল রিচার্জ করে দিতে পারবেন।
- নগদে যদি আপনি টাকা রাখেন সে ক্ষেত্রে এখান থেকে আপনি মুনাফা পাবেন।
- নগদ এর মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি অনলাইন পেমেন্ট করতে পারবেন।
- নগদ এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধনের টাকা পেমেন্ট করতে পারবেন।
10. নগদ একাউন্টের অফার দেখে নিন!
নগদে স্পেশাল অফারের মধ্যে সবচেয়ে ভালো যে অফারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি যদি নগদ এর মাধ্যমে তাদের সার্ভিসিং রিলেটেড বিভিন্ন কোম্পানি থেকে কোন কিছু ক্রয় করে থাকেন অথবা নগদ ব্যবহার করে যদি আপনি কোন কিছু ক্রয় করে থাকেন সেক্ষেত্রে 200% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে।
যেমন আপনি যদি এভরিডে ফ্যাশন থেকে নগদ ব্যবহার করে কিছু কিনে নি সে ক্ষেত্রে আপনাকে 10 পার্সেন্ট ডিসকাউন্ট দেয়া হবে। যদি আপনি গজায়ান থেকে কোন প্রোডাক্ট কিনে নগদ ব্যবহার করে সেহেতু আপনাকে 65 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও যদি আপনি ইউনাইটেড হসপিটালে নগদ একাউন্ট ব্যবহার করে পেমেন্ট করেন আপনাকে 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট করা হতে পারে।
অন্যদিকে আপনি যদি ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ একাউন্টের মাধ্যমে বিল পেমেন্ট করেন সে ক্ষেত্রে 300 টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন।
তাই বলা যায় নগদে আপনি যেকোন নগদ কাস্টমার সার্ভিস গ্রহণযোগ্য এরকম কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করলে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট এর উপর ডিপেন্ড করে তারা ডিসকাউন্ট দিবে।
11. নগদ মোবাইল ব্যাংকিং চার্জ !
যেহেতু লেখাটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলেছিলাম নগদ সাধারণত অন্যান্য যে টাকা-পয়সা লেনদেন করার ওই গুলো রয়েছে সেগুলোর থেকে অনেক সাশ্রয়ী এবং সহজেই লেনদেন করা যায়।
নবগদে প্রতি হাজারে আপনি অ্যাপে 9.99 টাকা ভ্যাট সহ 11 দশমিক 49 টাকায় আর যদি আপনি ইউএসডিতে টাকা ক্যাস আউট করতে চান সে ক্ষেত্রে অ্যাপে 12.99 টাকা ভ্যাটসহ 14 দশমিক 94 টাকা দিতে হবে।এই খরচটা তুলনামূলক অনেক সাশ্রয়ী বিকাশ এবং রকেট থেকে।