অফ পেজ এসইও কি?অফ পেজ এসইও কিভাবে করতে হয়?
আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে অফ পেজ এসইও সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। আর এই পোস্টে আমি আপনাদের সাথে অফ পেজ এসইও নিয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব।
![]() |
অফ পেজ এসইও কি?অফ পেজ এসইও কিভাবে করতে হয়? |
আমরা সবাই জানি একটি ওয়েবসাইটকে দুইভাবে এসইও করতে হয় একটি হলো অন পেজ এসইও আর অন্যটি হলো অফ পেজ এসইও। এছাড়াও আরো বিভিন্ন উপায়ে আপনি আপনার ওয়েবসাইটকে এসইও করতে পারবেন। কিছু রয়েছে এসইও যেগুলোকে গুগলের চোখে ভালো আবার কিছু এসইও রয়েছে খারাপ। তাই আমি সে বিষয় নিয়ে আলোচনা করছিনা। আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করব কিভাবে অফ পেজ এসইও করতে হয়।
একটি ওয়েবসাইটকে গুগলের ফাস্ট পেজে নেওয়ার জন্য। অফ পেজ এসইওর বিকল্প নেই। গুগলের প্রায় 200 টির মত এসইওর রেংকিং ফ্যাক্টর রয়েছে। যার মধ্যে অফ পেজ এসইও একটি ফ্যাক্টর হিসেবে গণনা করা হয়।
তাহলে চলুন জেনে নেই অফ পেজ এসইও কিভাবে করতে হয়।
ব্যাকলিংক তৈরী করে !
যদি আমরা একটি ওয়েবসাইটকে অফ পেজ এসইও করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওই ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে হবে।
ব্যাকলিংক কি?
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ব্যাক লিঙ্ক টা আসলে কি? এটা খুবই সহজ একটি উত্তর। আপনার ওয়েবসাইটটি সাথে অন্য একটি ওয়েবসাইটের লিংক করে দেওয়া কেই ব্যাকলিংক বলা হয়।
ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিংক কি অন্য একটি ওয়েবসাইটের মধ্যে লিংক করে দেওয়া। আপনার ওয়েবসাইটের লিংক যদি অন্য একটি ওয়েবসাইটের কোন পোষ্টের সাথে লিংক করে দেওয়া হয় সেটাই মূলত ব্যাকলিংক হিসেবে গণ্য হয়।
অফ পেজ এসইও করতে হলে ব্যাকলিংক কেন প্রয়োজন?
সাধারণত ব্যাকলিংক দ্বারা এটা বোঝানো হয় আপনার ওয়েবসাইটটি কেমন হবে। ধরুন আপনি একটি পোস্ট গুগলে পাবলিশ করলেন । একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন আপনার রিলেটেড পোস্ট গুগলে অভাব নেই। তাহলে গুগল কেন আপনার পোস্টটি সবার প্রথমে আনবে। অবশ্যই আপনার পোষ্ট গুগোল সবার প্রথমে আনবে যদি গুগোল জানে যে আপনি তাদের থেকে ভালো লিখেছেন বা আপনার ওয়েবসাইটে তাদের থেকেও ভালো কন্টেন্ট রয়েছে।
আপনার ওয়েব সাইটে যে তাদের থেকে ভালো কনটেন রয়েছে সেটা বোঝানোর জন্য একটি হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট থেকে যদি আপনি একটি ব্যাকলিংক নেন সে ক্ষেত্রে গুগোল বুঝতে পারবে আপনার ওয়েবসাইটে ভালো কিছু রয়েছে। শুধুমাত্র এই গুড সিগনালটা দেওয়ার জন্যই ব্যাক্লিঙ্ক তৈরি করা হয়।
তাই অফ পেজ এসইওর ক্ষেত্রে ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ণ।
ওয়েব ২.০ তৈরি করা শিখুন
অফ পেজ এসইও ক্ষেত্রে ওয়েব 2.0 ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ণ। তাই ওয়েব টু পয়েন্ট ও ব্যাকলিংক তৈরি করা শিখুন।
আপনার নিশ রিলেটেড যত ওয়েবসাইট রয়েছে খুঁজে বের করুন। চেষ্টা করবেন সেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক করে দেওয়ার জন্য। এতে করে আপনার ওয়েবসাইট ভালো সিগনালে পাবে।
সাধারণত অফ পেজ এসইও মূল টপিক হলো ব্যাকলিংক তৈরি করা। তাই এই পোস্টটিকে অযথা বড় করলাম না। আপনি যদি ভালোভাবে ব্যাকলিংক তৈরী করা শিখতে পারেন। তাহলে অফ পেজ এসইও ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আর আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাকলিংক তৈরী করা শিখতে হবে।অনেক রকমের ব্যাকলিংক রয়েছে এই বিষয়ে অন্য একটি পোস্টে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব। আজকের লেখাটা এ পর্যন্তই ধন্যবাদ।
nice article visit my link to Klinik Raden Saleh Aborsi https://www.kuretisasiklinik.com/
ReplyDelete