অল্প পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায় !

অল্প পড়ে কিভাবে  ভালো রেজাল্ট করা যায় !

 প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারো ।অনেকেই আমার কাছে জানতে চায় যে কিভাবে অল্প পড়ে ভালো রেজাল্ট করা যায়। তাই চিন্তা করলাম যে এটা নিয়ে একটা আর্টিকেল লিখে ফেলা যাক আমার পাঠকদের জন্য । 

 আজকে এই পোষ্টে আমি তোমাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করবো যেগুলো ফলো করে তুমি অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারবে। তবে মনে রাখবে না পড়ে কখনো ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তবে তুমি যদি কিছু টেকনিক ফলো করো সেই ক্ষেত্রে অল্প পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব । 

অল্প পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায় !
অল্প পড়ে কিভাবে  ভালো রেজাল্ট করা যায় !

কিন্তু লেখাটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে নেই  বেশি বেশি জানতে হলে অবশ্যই তোমাকে বেশি বেশি পড়তে হবে।কারণ শিক্ষাজীবন হচ্ছে এমন একটি সময় যে সময়ে তুমি যত বেশি শিখবে তোমার ভবিষ্যতে ততো বেশি লাভ হবে। দেখা যাবে একটা সময় তোমার জানার প্রতি অনেক আগ্রহ থাকবে কিন্তু তুমি সেই সময়টুকু পাবে না পড়ার জন্য কোন কিছু জানার জন্য। তাই তোমাদেরকে প্রথমেই বলে নেই অবশ্যই বাসায় বেশি বেশি করে পড়বে। তাহলে চলো শুরু করি কি কি সেই উপায়গুলো যেগুলোর মাধ্যমে অল্প  পড়াশোনা করেও  ভালো রেজাল্ট করা যায়।

গুরুত্বপূর্ণ টপিক গুলো নোট করে ফেলা !!

 অল্প পড়ে ভালো রেজাল্ট করার একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো রয়েছে সেগুলো একটি নোট করে ফেলা। এখনই গুরুত্বপূর্ণ টপিক গুলো কিভাবে তুমি খুজে পাবে সেটা জন্য যে কাজটি করবে। বিগত সালে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল  দেখো সেই পরীক্ষাগুলোতে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন গুলো বেশি করা হয়েছে। সে প্রশ্নগুলোকে তুমি সর্বপ্রথম নোট করবে। নোট করার পরে একটা নির্দিষ্ট সময়ে সেগুলো পড়ে শেষ করে ফেলবে।

 গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে ফেলা !!

 অল্প পড়ে ভালো রেজাল্ট করার আরেকটি কার্যকরী পদ্ধতি হচ্ছে সব অধ্যায় না পড়ে যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো ফলো করা  এবং সমাধান করা। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে কোন একটি বিষয়ে  যতগুলো অধ্যায়ে রয়েছে তার মধ্যে কিছু অধ্যায়ে থাকে যেগুলো থেকে বেশি প্রশ্ন করা হয়। যেহেতু তোমাদের পরীক্ষায় মোট 11 টি প্রশ্ন আসে এবং সেখান থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তারমানে তুমি এমন 7 টি অধ্যায়  খুঁজে বের করো যে চাপটার গুলো পড়লে অবশ্যই পরীক্ষার কমন পড়বে।

 এর জন্য কোন বড় ভাই অথবা তোমার প্রাইভেট টিচারের কাছ থেকে সাহায্য নিতে পারো।

ছোটখাটো একটি রুটিন তৈরি করা !!

 সারাবছর কখনোই পড়ালেখা করো নাই। শুধু আড্ডা দিয়েছে এবং মজা করেছ কিন্তু তোমার পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি এখনও ভালমত নেও নি। যদি এরকমই হয়ে থাকে তাহলে এখনই তুমি তোমার পরীক্ষার যত দিন বাকি রয়েছে সেদিনগুলো হিসাব করো।   তোমার পরীক্ষার আর মাত্র 50 দিন তাহলে তুমি এই 50 দিনের একটি রুটিন তৈরি করবে যে রুটিনে তুমি তোমার ইম্পোর্টেন্ট অধ্যায়গুলো পড়ে শেষ করে ফেলতে পারবে।

সম্পূর্ণ গল্প না পড়ে সারাংশ পড়া !!

 যদি মনে করো যে তোমার পরীক্ষা একেবারে  কাছে চলে এসেছে কিন্তু তোমার পড়ার সময় কম তাহলে তুমি এই কাজটি করতে পারো। কারন একটি গল্প পড়তে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু তুমি সেই সময় এই গল্পের সারাংশ টি যদি বলতে পারো তাহলে গল্প সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। এবং বাকি সময়ে তুমি অন্য সাবজেক্টগুলো পড়তে পারবে। তাই বাংলার ক্ষেত্রে তুমি সম্পূর্ণ বই না পড়েও শুধুমাত্র গল্পের সারাংশ গুলো পড়তে পারো।

আগের বছরের প্রশ্ন সমাধান করা !!

আমার কাছে অল্প পড়ে ভালো রেজাল্ট করার কার্যকারি একটা টিপস মনে হয় এটাকে।অনেক সময় দেখা যায় আগের প্রশ্নগুলোর মত হুবোহু প্রশ্ন অনেক সময় পরিক্ষায় দিয়ে দেয়।তাই তুমি যদি অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবাশ্যই গত বছরে যে প্রশ্নগুলো পরিক্ষায় এসে ছিলো বিভিন্ন বোর্ডে সেই প্রশ্নগুলো বেশি বেশি করে সমাধান করবে।তাহলেই দেখবে তোমার ৭০% কমন পড়ে যেতে পারে ।

 কঠিন সাবজেক্ট গুলো বেশি করে পড়া !!

 আমাদের সর্বশেষ  টিপস হলো কঠিন সাবজেক্ট গুলো বেশি করে পড়তে হবে। সাধারণত অনেক স্টুডেন্ট  সারাবছর তেমন পড়ালেখা করে না কিন্তু পরীক্ষার আগে অনেক সিরিয়াস হয়ে যায় তাদের জন্য এই টিপসটি  তোমরা বেশি করে কঠিন সাবজেক্ট গুলো পরীক্ষার আগে পড়বে । তুলনামূলক যে সাবজেক্ট গুলো সহজ  ঐসব বিষয় গুলোর জন্য কম সময় ব্যবহার করবে।

  এই ছিল তোমাদের জন্য অল্প পড়ে ভালো রেজাল্ট করার টিপস যা তোমরা ব্যবহার করে দেখতে পারো দেখবে পরীক্ষাতে অনেক ভাল রেজাল্ট করতে পেরেছ। তবে অল্প পড়ে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। যদিও পাশ করা যায় কিন্তু ভাল রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে বেশি বেশি করে পড়তে হবে। 

আমাদের কিছু কথা !!

ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অনেক বেশি পড়তে হবে ।নিজের ক্যারিয়ারকে দ্বার করাতে হলে পড়ালেখা ছাড়া বিকল্প কোনো পথ নেই তাই সবসময় চেষ্টা করবে অন্যদের থেকে বেশি কিছু জানার জন্য।

আর হ্যা, যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ায়ার করতে ভুলবে না।আর কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাদের কে প্রশ্ন করতে পারো।আমরা তোমাদের উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম

1 Comments

ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য !

  1. How to play Baccarat in Baccarat - FEBCasino
    In the game of Baccarat, the player will 메리트 카지노 play a single bet of six 바카라 to eight, or so that his team of 샌즈카지노 partners are left to work together. The player in

    ReplyDelete
Previous Post Next Post