এসইও কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি জানুন বিস্তারিত !

 এসইও কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  কি জানুন বিস্তারিত !

এসইও শিখে আয় করুন  part-1

 আপনি যেহেতু এসইও শিখে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে চান সর্বপ্রথম আপনাকে জানতে হবে এসইও Seo কি?এসইও একটা সংক্ষিপ্ত নাম এর পূর্ণরূপ আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

এসইও কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  কি জানুন বিস্তারিত !

এক কথায় বলতে গেলে আপনার ওয়েবসাইটটি কে এমন ভাবে অপটিমাইজেশন করবেন যেন সেই ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়ে থাকে।

 ধরেন একটি গ্রামে 50 জন দোকানদার রয়েছে। তারা সবাই চিন্তা করল তাদের দোকানের পণ্যগুলো অনলাইনে বিক্রি করবে। সেই অনুযায়ী 50 জন দোকানদার আলাদা আলাদা 50 টি ওয়েবসাইট তৈরী করলেন।

 মজার বিষয় হচ্ছে 50 জন দোকানদারের যেগুলো রয়েছে সবগুলো প্রশ্ন একই রকমের। মনে করে নেন সবার দোকানে শুধুমাত্র আমরা  রয়েছে।

 তারা তাদের আমগুলো তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে চায় ওই গ্রামের মানুষের কাছে।

 তাই সবাই ওয়েবসাইট তৈরী করে ফেললেন এবং তাদের ওয়েবসাইটগুলোতে পোস্ট পাবলিশ করা শুরু করলেন। সবাই সুন্দর মত করে তাদের ওয়েবসাইটগুলো সাজালেন এবং ওয়েবসাইটের মধ্যে আমের ছবি দিলেন।  আমি বিস্তারিত তথ্য লিখে সেগুলো গুগল সার্চ ইঞ্জিনে ইন্টেক্স করলেন।

 এখন ওই গ্রামের মানুষ আম খাবে। তারাও কি করলো গুগলে গিয়ে সার্চ করলেও আমি কিনবো। দেখা গিয়েছে আম কিনবে একজন কিন্তু দোকানদার রয়েছে 50 টি।গুগলে গিয়ে সার্চ করার পরে ওই পঞ্চাশটি দোকানের মধ্যে একটি দোকানের  ওয়েবসাইট সবার উপরে চলে আসলো। এবং গ্রামের একটি ওয়েবসাইটে ঢুকেই তার  কোনটি সে কিনে নিলেন।

এটি পঞ্চাশটি দোকানদারের ওয়েবসাইটের মধ্যে থেকে যার ওয়েবসাইট সবার প্রথমে চলে এসেছে আপনি ধরে নিবেন তার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছিল সবচেয়ে ভালো অর্থাৎ এটাই মূলত এসইও।

 আপনারা যারা অনলাইন নিয়ে ঘাটাঘাটি করেন তারা হয়তো বা গুগলে গিয়ে কোন কিছু সার্চ করলে দেখবেন।  হাজার হাজার তথ্য চলে আসে কয়েক সেকেন্ডের মধ্যেই।

 একবারও কি নিজেকে প্রশ্ন করেছেন কেনই বা হাজার-হাজার তথ্য গুলোর মধ্যে কিছু ওয়েবসাইট সবার উপরে থাকে আবার কিছু ওয়েবসাইট নিচে থাকে।

 যে ওয়েবসাইট গুলো নিচে থাকে সে ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কম। আর যে ওয়েবসাইট গুলো উপরে থাকে সেগুলো  সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়ে থাকে।

 সার্চ ইঞ্জিন কি?

 আমরা সাধারণত কোন তথ্য অনলাইন থেকে খোঁজার জন্য যেখানে গিয়ে খুজিবা সার্চ করি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন।

 যেমন পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল, বিং, ইয়াহু, ইত্যাদি।

 তবে আমাদের বাংলাদেশীদের জন্য কিন্তু একটি সার্চ ইঞ্জিন রয়েছে। বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপীলিকা। আপনি গিয়ে সার্চ বারে খোঁজেন পিপীলিকা তাহলে অবশ্যই পেয়ে যাবেন। যেখানে আপনি সম্পূর্ণ বাংলায় সার্চ করতে পারবেন ।

আমাদের কিছু কথা !

এসইও শিখে আয় করুন পার্ট ১  লেখাটি এখানেই শেষ করলাম কারণ তাই কয়েকটি  পোষ্টের মাধ্যমে  আপনাদের জন্য এসইও শিখে আয় করার কোর্সটি সম্পূর্ণ দিব ইনশাল্লাহ।

আমাদের এই সিরিজটি শেষে আপনাদের সাথে শেয়ার করব কোন মার্কেটপ্লেসে আপনি খুব সহজে কাজ করতে পারবেন এবং খুব দারুণ ভাবে কাজ করতে পারবেন। 




Post a Comment

ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য !

Previous Post Next Post