ব্লগ সাইটে অর্গানিক ভিজিটর আনার উপায় !

 ব্লগ সাইটে অর্গানিক ভিজিটর আনার উপায় !

  একটি ব্লগ বা ওয়েবসাইটে যদি  ভিজিটর না থাকে সেই কাজ করে কোন লাভ হবে না। তাই আপনার সাইটটিকে এমনভাবে কাস্টমাইজেশন করুন এবং পোস্টগুলোকে এমনভাবে SEO করুন যেন আপনি প্রতিদিন ব্লগ বা ওয়েবসাইটে কিছু না কিছু ভিজিটর পান। আজকে এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি কি উপায়ে আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারেন।

ব্লগ সাইটে অর্গানিক ভিজিটর আনার উপায় !

বিশেষ করে আজকের লেখাটি যারা ব্লগিং জগতে একেবারেই নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা খেলবে। তাইব আপনারা যারা নতুন ব্লগিং শুরু করেছেন তারা অবশ্যই এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন । আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আমারই লেখা টি থেকে। তাহলে চলুন নিচে আমরা সবাই জানে কিভাবে একটি নতুন ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসতে হয়।

 গুগোল থেকে কিভাবে অর্গানিক ট্রাফিক আনতে হয় ?

 একটি ওয়েবসাইট বা ব্লগ সাইটে যেখান থেকে ট্রাফিক আসুক না কেন তার মধ্যে সবচেয়ে ভালো ট্রাফিক হচ্ছে গুগোল ট্রাফিক। যদি আপনার চিন্তা থাকে যে আপনি আপনার ওয়েবসাইটটি থেকে এডসেন্সের মাধ্যমে আয় করবেন সেই ক্ষেত্রে গুগল থেকে যে ট্রাফিক আসবে সেগুলো একেবারে এডসেন্স এর জন্য স্বাস্থবান থাকবে।

 তাহলে চলুন এখন জেনে নেই কিভাবে গুগল থেকে আপনি অর্গানিক ট্রাফিক আনবেন আপনার ওয়েবসাইটের জন্য। গুগল থেকে ট্রাফিক আনার জন্য আপনাকে সর্ব প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি পোস্ট করার পূর্বে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এবং সেই কিবোর্ড এর দাম কত সেটা আপনাকে খুঁজে বের করতে হবে।

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এবং কি কি জিনিস মাথায় রাখতে হয় সেটা নিয়ে অন্য একটি পোষ্টের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। এখানে জাস্ট আমি শুধু আপনাদেরকে টপিক গুলো ধরিয়ে দিব আপনার  এই টপিকগুলো বিভিন্ন সোর্স থেকে জেনে তার পরে কাজ করতে পারবেন।

সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিচার্জ করার পরে আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস সাইট অথবা ব্লগ সাইট যেখানে কাজ করে না কেন প্রতি 1,000 ওয়ার্ডের মধ্যে আপনি  যে কি-ওয়ার্ড টা বের করেছেন সেটা তিনবার ব্যবহার করবেন।

 সাধারণত আমি একটি পোস্ট কে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি করার জন্য সর্বপ্রথম টাইটেল এর মধ্যে কিওয়ার্ড বসাই তারপরে ডেসক্রিপশন এর মধ্যে বাকি দুটো কিওয়ার্ড বসাই। যাতে গুগোল আমার  পোস্টগুলোকে পেনাল্টিতে  দিতে না পারে।

 আপনি যদি অতিরিক্ত ভিজিটরের আশায় বেশি বেশি  কি-ওয়ার্ড আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করেন তাহলে আপনার সাইটটিকে গুগোল  পেনাল্টি দিয়ে দিতে পারে এক্ষেত্রে চেষ্টা করবেন 1,000 ওয়ার্ডের মধ্যে তিনবার আপনার মূল  কিওয়ার্ড ব্যবহার করতে।

 কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কিটুলস ব্যবহার করতে হয়

 কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন রকমের টুলস রয়েছে যেমন  নীল প্যাটেলের উবারসাজেস্ট,কিওয়ার্ড সারপ্রেস, ইত্যাদি রয়েছে। তবে আমার মতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ড প্ল্যানার সবচেয়ে ভালো এটা সম্পূর্ণ ফ্রিতে গুগল প্রোভাইড করে থাকে।

 গুগল থেকে অর্গানিক ভিজিটর আনার জন্য যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হল আপনি কি টপিক নিয়ে লিখবেন সেই টপিকে পূর্বে কেউ লিখেছিল কিনা সেটা আগে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন। সার্চ করার পরে যদি দেখেন আপনার টপিক নিয়ে অন্য কেউ পড়বে লিখেছিল তাহলে তার পোস্টটিতে ঢুকবেন।

ব্লগ সাইটে অর্গানিক Trafic আনার স্পেশাল উপায়

 এইবার আপনি তার সম্পূর্ণ  লেখাটা পড়বেন সে কি কি জিনিস এই পোষ্টের মধ্যে লিখেছে এবং কোন কোন কোন টপিকগুলো এই আর্টিকেল থেকে বাদ গেছে সেগুলো কে একটি খাতায় নোট করবেন।  এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেলটিতে কয়টি প্যারাগ্রাফ রয়েছে সেটা দেখুন  ও  সর্বমোট কত ওয়ার্ডের সেটাও দেখুন।

 এবার আপনি যখন আর্টিকেল লিখতে বসবেন তখন তার থেকে বড় এবং মূল্যবান কনটেন্ট আপনার ভিজিটর দের জন্য প্রকাশ করেন। দেখবেন আপনি যদি তার থেকে বড় এবং ভালো করে লিখতে পারেন তাহলে অর্থাৎ পরিপূর্ণ একটি আর্টিকেল যদি আপনি আপনার ভিজিটর দের জন্য নিয়ে আসেন সে ক্ষেত্রে গুগোল আপনার  আর্টিকেল  তাকে প্রথম পেজ এর দিকেদিকে সবার প্রথমে আসবে।

  গুগল থেকে অর্গানিক ট্রাফিক আনার জন্য কি প্রয়োজন আছে?

 যারা ব্লগিং এর সাথে জড়িত তারা হয়ত অনেকেই জানে একটি ওয়েবসাইটকে ভাল পজিশন নিতে হলে অবশ্যই ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করতে হয়। এখন কথা হচ্ছে গুগল থেকে ট্রাফিক আনার জন্য কি এই ব্যাকলিংক এর প্রয়োজন হয় কিনা। এক কথায় বলতে গেলে আপনি যদি আপনার ফোনটিকে ভাল মত লিখতে পারেন তাহলে এবং আপনার প্রতিদ্বন্দ্বী থেকে যদি ভালো এবং বড় কন্টেন হয় সে ক্ষেত্রে কোন প্রকার ব্যাকলিংক ছাড়াই আপনি গুগল থেকে অর্গানিক ট্রাফিক আনতে পারবেন। এজন্য আপনাকে মাথা খাটাতে হবে।

 একটি ওয়েবসাইটকে হাই ডোমেইন অথরিটি করতে পারলে সে ওয়েব সাইটের কনটেন্ট গুলো খুব দ্রুত ইনডেক্স হয়। তাই একটি ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক অনেক গুরুত্বপূর্ণ। তবে ব্যাকলিংক করার জন্য অনেক চিন্তা ভাবনা করে করতে হয় কারণ আপনি যেকোন সাইট থেকে ব্যাকলিংক নিলেই আপনার ওয়েবসাইটের জন্য সেটা ভালো হবে না। দেখা যেতে পারে ব্যাকলিংক নেওয়ার কারণে আপনার সাইটকে প্যানেল দিয়ে দিয়ে দিতে পারে তাই ব্যাকলিংক নেওয়ার জন্য অবশ্যই ওই ওয়েবসাইটের স্পেনস্কোর টা দেখে তারপরে ব্যাকলিংক করবেন। 

Post a Comment

ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য !

Previous Post Next Post