অন্ধ ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে সে কত টাকার নোট হাতে নিয়েছে
প্রিয় পাঠক-পাঠিকাগণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি অদ্ভুত বিষয় শেয়ার করব যেটির হয়তো বা আপনি এর আগে কখনও শোনেন নাই। এই পোস্টের মূল টপিক হলো অন্ধ ব্যক্তিরা কিভাবে টাকা শনাক্ত করে।
হ্যা বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশী টাকা গুলোতে এমন একটি সিস্টেম প্রয়োগ করা হয়েছে যে সিস্টেমটি ব্যবহার করেই অন্ধরা খুব সহজেই টাকা শনাক্ত করতে পারে। আপনি যদি সেই পদ্ধতি টা জানতে চান তাহলে অবশ্যই এই পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। কারণ এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে চোখ বন্ধ করে টাকা শনাক্ত করার পদ্ধতি বলবো।
অন্ধ ব্যক্তিরা কিভাবে 1000 টাকার নোট শনাক্ত করেন?
বাংলাদেশ ব্যাংক টাকা চেনার জন্য প্রত্যেকটা মানুষের সুবিধার্থে এমন কিছু জিনিস টাকার মধ্যে দিয়ে দিয়েছে যার ফলে সবাই খুব সহজেই টাকাকে শনাক্ত করতে পারে। তবেসনাক্ত করার নিয়ম আপনাকে অবশ্যই জানতে হবে। নিচের ছবিটি যদি আপনি খেয়াল করেন দেখবেন 1000 টাকার নোটের পাশে বা সাইডে পাঁচটি বলের মত দেওয়া থাকে। এগুলো সাধারণত একটু উঁচু টাইপের ও খসখসে হয়ে থাকে যার ফলে অন্ধরা এগুলো ঘষা দিলে বুঝতে পারে যে এটা একটি 1000 টাকার নোট।
কি বিশ্বাস হচ্ছে না তো এখনি আপনার পকেট থেকে 1000 টাকার নোট বের করে চেক করে ফেলুন। আরো একটি তথ্য আপনাদেরকে দিয়েই এই ডটের মত যে চিহ্ন গুলো বা বলেন মত যে চিহ্ন গুলো রয়েছে এগুলো সাহায্যে আপনি জাল টাকা ও চেক করতে পারবেন। যদি এগুলো খসখসে হয় তাহলে বুঝবেন এটা একটি সত্তিকারের নোট আর যদি এগুলো হাতে খসখসে ভাব না লাগে তাহলে বুঝবেন এটা জাল নোট
অন্ধরা কিভাবে 500 টাকার নোট শনাক্ত করেন?
1000 টাকার নোটের মধ্যে যেমন পাঁচটি ডটের মত থাকে ঠিক তেমনি 500 টাকার নোটে চারটি বলের মত আইকন থাকে যেগুলো হাতের মাধ্যমে স্পর্শ করে খুব সহজেই অনুভব করা যায় যে এটা কয় টাকার নোট।
বিভিন্ন নোট চেনার উপায়
উপরের টাকাগুলো ছাড়াও বাংলাদেশে কিন্তু আরও অনেক ধরনের নোট রয়েছে আপনি যদি সবগুলো নোট খেয়াল করেন দেখবেন আলাদা আলাদা নোটের জন্য আলাদা আলাদা ডট চিহ্ন দেওয়া রয়েছে। যেমন 100 টাকার জন্য তিনটি 20 টাকার জন্য দুইটি।
এছাড়াও ছোট খাটো নোটগুলো অনুমানের সাহায্যেই অন্ধ ব্যক্তি থাকেন।
আবার অনেকে টাকাপয়সা স্পর্শ করতে করতে অনুমান করে ফেলেন যে কত টাকার নোট কি পরিমান সাইজ হবে। সেই সাইজ অনুযায়ী অনেকে বলে ফেলেছে এটা এত টাকার নোট।
বন্ধু এরকম আরো ইন্টারেস্টিং আর্টিকেল পেতে হলে নিয়মিত আমাদের ওয়েবসাইটকে ভিজিট করুন! আর আপনার যদি কোন চাহিদা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।
U fu*k where is code
ReplyDelete