পড়াশোনা করার রুটিন | Student Daily Routine

 

পড়াশোনা করার রুটিন

 আমাকে অনেকেই বক্সে নক করছিলাম যে একটি পড়াশোনা করার রুটিন  বা পড়ার রুটিন তৈরি করে দেওয়ার জন্য তাই আজকে আমি তোমাদের সাথে একটি  পড়ার রুটিন তৈরি করে দেওয়ার চেষ্টা করবো তোমরা চাইলে এই রুটিন অনুযায়ী তোমাদের দৈনন্দিন  পড়ার রুটিন সাজিয়ে নিতে পারো।

একজন ভালো ছাত্র বা ছাত্রী হওয়ার জন্য অবশ্যই একটি  পড়াশোনা করার রুটিন প্রয়োজন হয়। কারণ রুটিন ছাড়া একজন ভালো ছাত্র ছাত্রী কখনোই হওয়া সম্ভব নয়। তাই তোমরা যদি ভালো ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে অবশ্যই রুটিনমাফিক পড়ালেখা করবে।

 পড়াশোনার করার রুটিন বলতে কি বুঝায়?

 পড়াশোনা করার রুটিন বলতে বোঝায় যে তুমি প্রতিদিন কত ঘন্টা পড়াশোনার পিছনে খরচ  করছো। প্রতিদিন কোন কোন সময় কোন কোন বিষয়গুলো পড়ে শেষ করবে কিংবা কোন সময়ে কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো পূর্ব থেকেই নির্ধারণ করে নেওয়াটাই হচ্ছে পড়াশোনা করার রুটিন।

পড়াশোনা করার রুটিন
পড়াশোনা করার রুটিন

 এখন একজন ছাত্র বা ছাত্রী শুধুমাত্র পড়াশোনা করার জন্যই রুটিন তৈরি করবে এমন কিন্তু নয়। সে 24 ঘণ্টার একটি হিসাব বের করবে এবং সেখান থেকে প্রতি ঘন্টায় কি কি কাজ করবে সম্পূর্ণ রুটি তৈরি করা হচ্ছে একজন প্রকৃত ভালো মানের স্টুডেন্ট এর কাজ। তাই রুটিন তৈরি করে নেওয়ার পূর্বে অবশ্যই হিসাব করে নিবে যে তুমি প্রতিদিন কত ঘন্টা তোমার নিজের জন্য ব্যয় করতে পারো কিংবা তুমি প্রতিদিন কি কি কাজ করো কোন কোন সময় সেগুলো একটু খাতায় নোট করে নিবে। 

 

তাহলে চলো শুরু করে দেই যে কিভাবে একটি পড়ার রুটিন তৈরি করতে হবে!

 আমি নিজে step-by-step সকাল থেকে রাত বারোটা পর্যন্ত একটি রুটিন তৈরি করে দেওয়ার চেষ্টা করব যদি তুমি ভাবো যে তোমার মনের মত হয়নি তাহলে সময়গুলোকে  একটু পরিবর্তন করে নিতে হবে তাহলে তোমার মনের মত রুটিনটি তুমি বানিয়ে ফেলতে পারবে।

 

              সকাল

                বিষয়

                      সময়

ছয়টা থেকে সাতটা

পছন্দমত সাবজেক্ট পড়

60 মিনিট

সাতটা থেকে আটটা

পছন্দমত সাবজেক্ট পড়

60 মিনিট

আটটা থেকে 9 টা

পছন্দমত সাবজেক্ট পড়

60 মিনিট

9 টা থেকে 9:30

খাওয়া-দাওয়া

  30 মিনিট

9:30 থেকে 9 টা 50

বিদ্যালয়ে যাওয়া

  20 মিনিট

        দুপুর

                বিষয়

                    সময়

তিনটা থেকে চারটা

বাড়িতে আসা এবং ফ্রেশ হওয়া 

1 ঘন্টা

চারটা থেকে পাঁচটা

খেলতে যাওয়া

1 ঘন্টা

পাঁচটা থেকে ছয়টা

বাড়িতে আসা ফিরে এসো পড়তে বসার প্রস্তুতি নেওয়া

1 ঘন্টা

ছয়টা থেকে ছয়টা 40

পছন্দমত সাবজেক্ট পড়

40 মিনিট 

          রাত

                    বিষয়

                  সময়

ছয়টা 40 থেকে 7 টা 40 পর্যন্ত

একটা কঠিন সাবজেক্ট পড়বে

1 ঘন্টা

7 টা 40 থেকে  8:30পর্যন্ত

বাড়ির কাজ করো

1 ঘন্টা

চেষ্টা করবে  যেই সময়গুলোতে বেশি সময় দেওয়া হয়েছে তখন একটু কঠিন সাবজেক্ট গুলো  পড়ার।

8:30 থেকে নয়টা পর্যন্ত

  খাওয়া-দাওয়া

             30 মিনিট

9:30 থেকে দশটা পর্যন্ত

পছন্দমত একটি সহজ সাবজেক্ট পড়া

30 মিনিট

দশটা থেকে 10:40 পর্যন্ত

তুলনামূলক একটি কঠিন সাবজেক্ট পড়া

40 মিনিট

10:40 থেকে 11 টা 30 পর্যন্ত

তুলনামূলক একটি কঠিন সাবজেক্ট পড়া

50 মিনিট

11 টা থেকে 12 টা পর্যন্ত

পছন্দমত সাবজেক্ট পড়

30 মিনিট

12 টা থেকে 12 টা ১০পর্যন্ত

ঘুমানোর প্রস্তুতি নাও

10 মিনিট

বারোটা দশে

ঘুমিয়ে পড়া

 
     
     
     

এটাই ছিল একটা সাধারন রুটিন তোমাদের জন্য। তোমরা  চাইলে সময় গুলোকে একটু এদিক-সেদিক করে নিতে পারে এবং  নিজের মতো করে তৈরি করতে  পারো। এখানে অনেক কিছু বাধ্য হয়েছে যেমন  নামাজের সময় তোমরা চাইলে নামাজের সময় টুকু যোগ করে নিতে পারো।

 দেখবে কিছুকিছু ঘরে আমি এক ঘন্টা সময় দিয়েছি সেখানে তোমাদের সবচেয়ে কঠিন যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে পড়ার চেষ্টা করবে এবং যেখানে আমি কম সময় দিয়েছি সে জায়গাগুলোতে তুলনামূলক সহজ সাবজেক্ট গুলো বা বিষয়গুলো করার চেষ্টা করবে।

 লেখাটি পর্যন্ত যদি তোমাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।  তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে তুমি কোন শ্রেণীতে পড়ো তাহলে সে শ্রেণী অনুযায়ী সুন্দরমতো সাবজেক্ট বিষয়গুলো দিয়ে আমি একটি রুটিন তৈরি করে পরবর্তী পোস্টের জন্য আপলোড করব। ভাল থাকবেন সুস্থ থাকবে।

ভালো পড়াশোনা করার নিয়ম ও কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়!

12 Comments

ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য !

  1. Class 9 er ekta routine den please namaz soho

    ReplyDelete
  2. assalamu alaikum apu..


    Ami rima..ai bochor (2022) e inter final exam(board) dibo....jodi amar jonno akta daily routine kore diten jate valo result korte pari..plz plz apu...namazer somoyta set korben

    ReplyDelete
  3. nice article visit my link to https://www.kuretisasiklinik.com/

    ReplyDelete
  4. আমি ক্লাস ৭ দয়া করে রুটিনতৈরি করে দিয়েন।

    ReplyDelete
  5. please class 9 er science group er jonno ekti routine den please please

    ReplyDelete
  6. Sir I am read in class six. Please give me a daily routine.

    ReplyDelete
  7. Sir ami ssc xm diyeci.....akhon ami obosor somoy ta kivabe katabo plz hlp sir plz

    ReplyDelete
  8. পড়াশুনায় মোযোগী হবো কি করে

    ReplyDelete
  9. Valoi routine hyce ami 6 ta thekei study korte chaccilam pore dekhlam apnr ai post ta..🙂

    ReplyDelete
Previous Post Next Post